
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-তিন পার্বত্য জেলার উদ্ভাবনী কর্ম পরিকল্পনা বাস্তাবায়ন অগ্রগতি বিষয়ক সভা এবং দৈনিক গিরি দর্পণের ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর রাঙামাটি যাচ্ছেন।প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত সফর সুচী থেকে জানা যায়,প্রতিমন্ত্রী বীর বাহাদুর রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে তিন পার্বত্য জেলার উদ্ভাবনী কর্ম পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সভায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় যোগ দিবেন।একই দিন বিকাল তিনটায় তিনি রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি হলে রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরি দর্পণের ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক বনভোজন ও আনন্দ আয়োজনে উপস্থিত থেকে বিকালে বান্দরবানের উদ্দ্যেশে রাঙামাটি ত্যাগ করবেন।