

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙ্গামাটি ১৯ বিজিবি’র অক্লান্ত পরিশ্রমে হালকা যান চলাচল এর জন্য খুলে দেয়া হলো রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক।দীর্ঘ ৯ দিন সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক পুনঃস্থাপন করা হয়েছে।রাঙ্গামাটি ১৯ বিজিবি’র অক্লান্ত পরিশ্রমে গত ১৪ জুন থেকে যান চলাচল বন্ধ থাকা রাঙ্গামাটি-কাপ্তাই সড়কটি গতকাল সন্ধ্যায় হালকা যান চলাচল এর উপযোগী করে খুলে দেয়া হয়।বিজিবি সুত্রে জানা যায় ১৩ এবং ১৪ জুনের একটানা ভারীবর্ষণ এবং ব্যাপক ভূমি ধ্বসের কারণে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের ৩০ টি পয়েন্টে পাহাড়ের মাটি রাস্তায় এসে পরে।যার ফলে সড়কটি যান চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
রাঙ্গামাটি ১৯ বিজিবি’র তাৎক্ষণিক সিদ্ধান্তে মেজর মাহমুদের নেতৃত্ব এবং তত্বাবধায়নে ১৯ বিজিবি’র ৩০ থেকে ৩৫ জন বিভিন্ন পদধারী বিজিবি সদস্য রাস্তা মেরামতে সর্বশক্তি নিয়োগ করে কাজে নেমে পড়েন এবং রাতদিন পরিশ্রম করে দীর্ঘ ৯ দিন পর রাঙ্গামাটি-কাপ্তাই সড়কটিকে হালকা যান চলাচলের উপযুক্ত হিসেবে গড়ে তোলেন।এতে কর্নফুলী পেপার মিলের দুইটি বোল ড্রোজার এবং সড়ক ও জনপথ বিভাগের একটি বোল ড্রোজার এর ব্যাবহার করে ত্রিশ টি পয়েন্ট কে কাদামাটি মুক্ত করে তা হালকা যান চলাচলের জন্য খুলে দিয়েছেন ১৯ বিজিবি সদস্যরা।এখানে উল্লেখ্য,রাঙামাটি জেলায় কয়েকদিনের প্রবল বর্ষণে এবং একের পর এক পাহাড় ধসের ঘটনায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত ও অচল হয়ে পড়ে।সেই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জনজীবনকে যখন দুর্বিষহ করে তোলে তখন রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে এগিয়ে আসে রাঙ্গামাটি ১৯ বিজিবি সদস্যরা যা ইতিমধ্যে প্রশংসা পেয়েছে সর্বমহলে।
রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে কাপ্তাই উপজেলাবাসীর মাঝে।গত ১৪ জুন ভারীবর্ষণ এর ফলে দীর্ঘ ৯ দিন পর গতকাল ২৪ জুন সন্ধ্যা থেকে রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক পুনঃস্থাপিত হওয়ায় রাঙ্গামাটি ১৯ বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কাপ্তাই উপজেলার জনসাধারণ।