পাহাড়ে এখন শান্তির সুবাতাস বইছেঃ-(বিগ্রেডিয়ার জেনারেল মোঃগোলাম ফারুক)


প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০১৭ ১:৪৫ : পূর্বাহ্ণ 723 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সম্মিলিত সবার প্রচেষ্টায় শান্তি চুক্তির মাধ্যমে আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি। পাহাড়ে এখন শান্তির সুবাতাস বাইছে।এমন শান্তিপূর্ণ এলাকা দেশের আর অন্য কোন জায়গায় নেই।আমার মৃত্যুর পরে যদি এখানে থাকতে পারতাম তাহলে শান্তি পেতাম।গতকাল মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় জোনের উদ্যোগে আদর্শ একুশ ইউনিটের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ভোজন,নৌকা বাইচ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমন্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃগোলাম ফারুক একথা বলেন।এ সময় তিনি আরো বলেন, আমরা বিভেদ চাইনা-সম্মিলিত ভাবে বসবাস করতে চাই। এখানে নেই কোন বিভেদ-আছে শান্তি আর শান্তি।জুরাছড়ি জোনের উদ্যোগে আদর্শ একুশ ইউনিটের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জোনের জেষ্ঠ্য কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে বিশাল আকারের কেক কেটে উদ্ভোধন করেন রিজিয়ন কমন্ডার।পরে সবার সাথে প্রীতি ভোজনে মিলিত হন।বিকালে হাজারো দর্শনার্থীর উপস্থিতির মনোমুগ্ধ পরিবেশে জোন থেকে দেড় কিলোমিটার দূরে বনযোগীছড়া ইউনিয়নের বড়ইতলী এলাকা থেকে মেজর তানভীর রহমানের মিস ফাইয়ারিং এদ মধ্যে দিয়ে নৌকা বাইচ সূচনা হয়।উপজেলার ১৬টি নৌকা অংশগ্রহন করে।এর মধ্যে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের রাজ মুনি পাড়ার সবিমল চাকমার দল প্রথম,দ্বিতীয় একই এলাকার বিরো চাকমার দল এবং জুরাছড়ি বনযোগীছড়া ইউনিয়নের কতর খাইয়া পহেল চাকমার দল তৃতীয় স্থান অর্জন করে।এ সময় অন্যান্যদের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর মাহমুদ উল্লাহ,মেজর সরকার মাহাবুব মোরর্শেদ, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা,ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান,বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা,হেডম্যান করুনাময় চাকমা,সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে রাঙামাটি রিজিয়ন কমন্ডার সহধম্মিনী ও জুরাছড়ি জোন অধিনায়কের সহধম্মিনী প্রথম পুরুস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় একটি রঙ্গিন টেলিভিশন এবং তৃতীয় ডিনার সেট বিজয়ীদের মাঝে তুলে দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!