

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্প গ্রহনের আবেদন সমূহ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকল্প যাচাইকরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ অন লাইন কার্যক্রমের উদ্বোধন করেন।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য শাহিনুল ইসলাম,মনজুরুল আলম,মোহাম্মদ নুরুল আলম চৌধুরী,আশিষ কুমার বড়ুয়া,আইসিডিপির প্রকল্প পরিচালক মোঃইয়াছিন সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন এই সময় উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় উন্নয়ন প্রকল্পের অন লাইনের আবেদন প্রক্রিয়ার ফলে উন্নয়ন বোর্ডের নির্ধারিত ছকে আবেদন করা যাবে।প্রথম বছর এটি কার্যক্রমে আবেদনকারীদের সহায়তা করার জন্য উন্নয়ন বোর্ডের কার্যালয়ে একটি হেলপ ডেক্স স্থাপন করা হবে।এর ফলে প্রত্যন্ত এলাকার লোকজন স্ব স্ব জায়গা থেকে আবেদন করতে পারবেন।পাশাপাশি আবেদন সমূহের সুষ্ঠূ সংরক্ষণ সম্ভব হবে।অনুষ্ঠানে জানানো হয় ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি কার্যক্রম সম্পূর্ন রুপে অন লাইন এর মাধ্যমে সম্পাদিত হওয়ায় এর সুফল পাওয়া গেছে।