

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সশস্ত্র সন্ত্রাসীদের জিম্মি দশার হাত থেকে রক্ষার জন্য সড়ক ও পানি পথে পরিবহন ও যানবাহন চলাচলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি করে অন্যথায় রোববার থেকে জেলার সবকটি রুটে অনির্দিকালের জন্য পরিবহন ধর্মঘট পালনের হুমকি দিয়েছেন রাঙামাটি যানবাহন মালিক ও শ্রমিকরা।শুক্রবার সন্ধ্যায় শহরের পৌরট্রাক টার্মিনালে ট্রাক মালিক ও শ্রমিক সমিতির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।এ সময় রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে স্থানীয় বাস মালিক সমিতির সভাপতি মো.মঈন উদ্দিন সেলিম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.সেকান্দার হোসেন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, রাঙামাটি-রাবারবাগান,ভেদভেদী-আসামবস্তি,আসামবস্তি-কাপ্তাই,ঘাগড়া-বড়ইছড়ি মহাসড়কে এবং পানি পথে পরিবহন ও যানবাহন চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।অন্যথায় রোববার থেকে সড়ক ও পানি পথে জেলার সবকটি রুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজি,ডাকাতি,অপহরণ ও গুমসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জানমালের ঝুঁকি নিয়ে সবকটি রুটে যানবাহন চালাতে হয়।সর্বশেষ ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের সাপছড়ি এলাকায় বাস,মিনিবাসসহ ১০-১২ যানবাহন থামিয়ে চালক-শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।