

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা।শহরের বনরূপা চত্ত্বর থেকে মিছিলটি বের করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা আলিফ মার্কেট চত্ত্বর গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি ও রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী,পৌর আওয়ামী লীগ সভাপতি মো.সোলাইমান চৌধুরী,জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজনসহ অন্যরা।সমাবেশে বক্তারা আগামী ১সপ্তাহের মধ্যে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনাসহ পরিবারকে সঠিক ক্ষতি পূরণ এবং ১০ উপজেলা সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানোর দাবি জানান। একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।