চাঁদা আদায়ের প্রতিবাদে উত্তাল বাঙ্গালহালিয়া বাজার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ আগস্ট, ২০২৪ ৯:১৫ : অপরাহ্ণ 45 Views

রাঙ্গাাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অতিরিক্ত চাঁদা আদায় করার প্রতিবাদ করায় বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী আজিজ সওদাগরকে মারমা ন্যাশনাল পার্টির (এমএনপি) কালেক্টর মংসিউসহ কয়েকজনে মিলে মারধর করে।বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক মিলন জানান,সকালে সন্ত্রাসী গ্রুপ এমএনপি’র কয়েকজন সশস্ত্র সদস্য বাজারের প্রবীন ব্যবসায়ি আজিজ সওদাগরের দোকানের সামনে একজন খুচরা ব্যবসায়িকে চাঁদা কম দেওয়ার অপরাধে মারধর করতে থাকে। এসময় প্রবীণ ব্যবসায়ি আজিজ উক্ত চাঁদাবাজদের বাঁধা দিলে চাঁদাবাজরা আজিজকে বেদড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়।এতে করে স্থানীয় ব্যবসায়ি ও বাসিন্দারা এগিয়ে এসে এম.এন.পি’র সসদ্যদের ঘিরে ফেলে উত্তম-মাধ্যম দিয়ে অস্ত্রসহ দুই সদস্যকে আটক করে।

উত্তেজিত জনতা বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে বাজারে বিক্ষোভ মিছিল করে বাজারের পাশে অবস্থিত এম.এন.পি’র গ্রুপের ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির রিজিয়ন কমান্ডার,কাপ্তাই জোন কমান্ডারসহ সেনাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ি ও বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনায় মিলিত হন।পরবর্তীতে সেনাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষুব্ধ ব্যবসায়িরা বেলা দুইটার পর থেকে দোকান-পাট খুলতে শুরু করেন।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ি নেতৃবৃন্দ জানান,প্রতি সপ্তাহে প্রায় ৩ কোটি টাকার লেন দেন হওয়া ঐহিত্যবাহী বাঙ্গালহালিয়া বাজারটিতে বর্তমানে জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজাতীয় সশস্ত্র সংগঠনের জন্য মোট চার দফায় চাঁদা আদায় করা হয়।কয়েকগুন বেশি হারে চাঁদা পরিশোধে বেহাল অবস্থায় অনেক ব্যবসায়ি ইতোমধ্যেই বাজারে আসা বন্ধ হয়ে গেছে। ব্যবসায়িদের ত্রাহি অবস্থা।

তারপরও এমএনপি’র চাঁদা আদায় বন্ধ হচ্ছে না।বিক্ষুব্ধ ব্যবসায়িদের নানান অভিযোগ শুনে নিরাপত্তাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তারা আঞ্চলিক দলের সন্ত্রাসীদের উৎখাতসহ কোনো চাঁদাবাজকে বাঙ্গালহালিয়া ও রাজস্থলী উপজেলায় অবস্থান নিতে দেওয়া হবেনা বলেও আশ্বাস প্রদান করেন।এ সময় রিজিয়ন কমান্ডার আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সব জায়গাই সংস্কার করছে আমরা সেনাবাহিনী দেশ রক্ষার্থে বদ্ধপরিকর।যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।কোন সন্ত্রাসীকে এ রাজস্থলীতে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তাদের প্রতিহত করবো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!