

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ড পরবর্তী সহিংসতার জেরে নিরহ বাঙালিদের নামে মিথ্যা মামলা দায়ের,গণ গ্রেফতার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবিতে এবার রাস্তায় নেমেছে লংগদু’র নারীরা।মঙ্গলবার লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরু জাহানের নেতৃত্বে বাঙালি নারী লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিল শেষে আলতাফ মার্কেটের সামনে সমাবেশ করে।সমাবেশে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরু জাহান অভিযোগ করেন,নয়ন হত্যাকাণ্ডকে ধামা চাপা দিতে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে।অথচ প্রশাসন ঘটনার সুষ্ঠ তদন্ত না করে নিরহ বাঙালিদের নামে মিথ্যা মামলা করে গণগ্রেফতার করছে।তিনি অবিলম্বে নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার,বাঙালিদের নামে মিথ্যা মামলা দায়ের,গণগ্রেফতার বন্ধ ও গ্রেফতার কৃতদের মুক্তির দাবি জানান।