

বান্দরবান অফিসঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান এম.পি’র সাথে শ্রমিক কর্মচারী পেশাজিবী মুক্তিযোদ্ধা সম্বয় পরিষদ বান্দরবান জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দরবান সার্কিট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবানের জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,বান্দরবান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, শ্রমিক কর্মচারী পেশাজিবী মুক্তিযোদ্ধা সম্বয় পরিষদ বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী, শ্রমিক কর্মচারী পেশাজিবী মুক্তিযোদ্ধা সম্বয় পরিষদ বান্দরবান জেলা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূইয়া, মুক্তিযোদ্ধা সম্বয় পরিষদের যুগ্ন-আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (লামা), মুক্তিযোদ্ধা সম্বয় পরিষদের যুগ্ন-আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান জেলা ডেপুটটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদুল আলম (লামা),মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাবিলদার সহ শ্রমিক কর্মচারী পেশাজিবী মুক্তিযোদ্ধা সম্বয় পরিষদ বান্দরবান জেলার অন্যন্য সদস্য ও অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।