

বান্দরবানে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।বুধবার (২ মার্চ) সকালে বান্দরবান জেলা শহরের উজানী পাড়ার সময়ে আলো দৈনিকের বান্দরবান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান পার্বত্য বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।মাছরাঙা টিভির বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশের সঞ্চালনায় ও দৈনিক সময়ের আলোর বান্দরবান প্রতিনিধি কিকিউ মার্মার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক,দৈনিক প্রথম আলো পত্রিকার বুদ্ধ জ্যোতি চাকমা,দৈনিক জনতা পত্রিকার বান্দরবান প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা এম,এ,হাকিম চৌধুরী,যমুনা টিভির বাতিং মার্মা,সকালের সময়ের বান্দরবান প্রতিনিধি অংসিং নু মার্মা,আজকের পত্রিকার বদরুল ইসলাম মাসুদ,একুশে টিভির বান্দরবান সংবাদদাতা নজরুল ইসলাম (টিটু),গাজি টিভির মো.ইসাহাক,ডিবিসির বান্দরবান সংবাদদাতা সৈকত দাশ,যায়যায় দিনের বান্দরবান প্রতিনিধি ক্যামুই মার্মা,গণকণ্ঠের বান্দরবান প্রতিনিধি রিচার্ড বম,বিজয় টিভির রিমন পালিত,বাংলাদেশের আলো বান্দরবান প্রতিনিধি উথোয়াই চিং মার্মা,পাহাড়ে চোখের আকাশ মার্মা মংসিং,সাংবাদিক মং হাই সিংসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি সৌরভ দাশ (শেখর) বান্দরবানবাসীর পক্ষ থেকে দৈনিক সময়ের আলো পত্রিকা পরিবারকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বান্দরবান প্রতিনিধি কি কি উ মার্মার পেশাজীবন সময়ের আলোয় আলোকিত হয়ে উঠুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।এসময় তিনি সাংবাদিক হিসেবে যারা নবীন এবং নতুন কিন্তু কাজ শিখছেন তাদেরকে সার্বিক সহায়তা এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সিনিয়র সাংবাদিকদের প্রতি আহবান জানান।পাশাপাশি তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,পর্যটন শিল্প কে বিকশিত করতে হলে সংবাদপত্রকে এই বিষয় নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বক্তারা বলেন,করোনা মহামারীর কারনে বর্তমানে সাংবাদিকরা খুবই সংকটময় অবস্থায় দিন কাটাচ্ছে।তারপরও আমরা দৈনিক সময়ের আলো পত্রিকার সু-দীর্ঘায়ু কামনা করছি।গঠনমূলক ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো গণমানুষের মুখপত্র হয়ে উঠুক এই প্রত্যাশা ব্যাক্ত করছি