

গতকাল ২০ জুলাই শনিবার বিকাল ৪টায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তথ্য প্রতিদিন এর অফিস উদ্বোধন এবং ২য় বর্ষ উদযাপন উপলক্ষে কেক কাটা ও অালোচনা সভা ময়মনসিংস্থ পুরোহিত পাড়ায় স্কলার্স নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিতা কেটে অফিস উদ্ধোধন ও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন,বিশেষ অতিথি হিসেবে অারো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনাকালীন সময় সাংস্কৃতিক টিমের অন্যতম সদস্য জ্যোতিকা জ্যোতি,ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল খান,৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ফারুক হাসান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য প্রতিদিনের সম্পাদক মোঃসাইফুল ইসলাম লিটন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তথ্য প্রতিদিনের নির্বাহী সম্পাদক সুমন চন্দ্র ঘোষ।শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক মোঃমারুফ হোসেন কমল।প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তথ্য প্রতিদিন ময়মনসিংহ তথা সারা বাংলাদেশের মাঝে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বজায় রেখে এগিয়ে যাবে।
বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোফাজ্জল হোসেন বলেন,ময়মনসিংহ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক খবর পরিবেশনে তথ্য প্রতিদিন পূর্বের ন্যায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী ও অাওয়ামীলীগ নেতা জ্যোতিকা জ্যোতি বলেন,শিক্ষা-সংস্কৃতির বিকাশে তথ্য প্রতিদিন অাগামীদিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তথ্য প্রতিদিনের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন এসময় তথ্য প্রতিদিন সংবাদ পত্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।