

বান্দরবানে চাঁদা আদায়কালে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক ভূঁয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে শহরের অরয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ভূঁয়া সাংবাদিক চট্টগ্রামের সন্দ্বীপ মাইটভাংগা এলাকার আবদুল বাতেন এর ছেলে।আটককৃত যুবকের বিরুদ্ধে শনিবার (১১ সেপ্টেম্বর) নিখিল দাশ নামে এক ফার্মেসীর মালিক বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়,আটককৃত তৌহিদুল ইসলাম শুক্রবার রাতে শহরের কয়েকটি ফার্মেসীতে ক্রেতা সেজে ঘুমের ও গ্যাসের ঔষুধ দিতে বলে।দোকানদার তাকে ঔষধ দিলে তা মোবাইলে ছবি তুলে সে।পরে এসব ঔষুধ বিক্রি বেআইনী বলে ওই দোকান থেকে চাঁদা দাবী করে।অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে দোকান বন্ধ করে দেয়ার হুমকিও দেয় সে।এভাবে কয়েকজন ব্যবসারীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করার সময় ফার্মেসী দোকান মালিকদের সন্দেহ হলে জয় ফার্মেসীর মালিক নিখিল দাশ পুলিশকে খবর দেয়।পরে সদর থানার পুলিশ চাঁদার অর্থসহ তৌহিদুল ইসলামকে আটক করে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান,অভিযুক্ত তৌহিদুল ইসলামকে আটকের পর সে নিজেকে সাংবাদিক দাবী করলেও প্রকৃত সাংবাদিকের কোন প্রমাণ দেখাতে পারেনি।পরে জিজ্ঞাসাবাদে সে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।