

বান্দরবান প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে বান্দরবানের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক অনুষ্টানের মধ্য দিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোঘনা করেন।এসময় ১৪জন সদস্যের মধ্যে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মো:মনিরুল ইসলাম মনু।সহ-সভাপতি পদে মোঃনাছিরুল আলম,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও এটিএন নিউজের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক পদে সাদেক হোসেন চৌধুরী, কোষাধ্যাক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো:মুছা ফারুকী।অনুষ্টানে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন,এবারের প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিটি পদে ১জন করে প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে এবং নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য কাজ করে যাবে।প্রেসক্লাবের দ্বি-বাষিকী নির্বাচনের ফলাফল ঘোষনায় এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা,প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন সহ নবনির্বাচিত কমিটির সদস্য ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।