

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-৫ আগস্ট ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন(প্রথম রাউন্ড) উপলক্ষে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে বান্দরবান সিভিল সারজন কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের আয়োজনে বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র মেডিক্যাল কর্নসাটেন্ট ডা:রাজিব ঘোষের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে অন্যন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা:রিপন দাশ,ইউনিসেফ বান্দরবান জেলা পুষ্টি সহায়ক কর্মকর্তা ডাঃঅং চিং থোয়াই,বান্দরবান সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বার্স্থ্য কর্মকর্তা সাসুইচিং মারমা,সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার অশেষ বড়ুয়া,বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদঁশা মিঞা মাস্টার,বান্দরবান প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,এনামুল হক কাশেমী,দৈনিক স্বাধীন ভাষা পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী,মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগন।সভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুলের উপকারিতা সর্ম্পকে নানা উপকারিতা তুলে ধরা হয়,এবং এই বছর বান্দরবান জেলার ৬-১১ মাসের বয়সী ৮,৫১১ জন শিশু, ও ১২ থেকে ৫৯ মাসের ৬২,৫৫১ শিশুর মাঝে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।