

“সবাই মিলে বেতার শুনি,বেতারেই আস্থা রাখি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে বান্দরবান বেতার কেন্দ্র থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একইস্থানে এসে সমবেত হয়।র্যালীতে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এ বি এম রফিকুল ইসলাম, সহকারী বেতার প্রকৌশলী মোঃরুবাইয়াত হোসেন,উপ- বার্তা নিয়ন্ত্রক অজিত কুমার নাথসহ বান্দরবান বেতারের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং কলাকৌশরীরা অংশ নেন।এসময় আয়োজকেরা সবাইকে নিয়মিত বেতার শুনা এবং বেতারের উপর আস্থা রাখার আহবান জানান।