বান্দরবানে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।গত মঙ্গলবার (২ মার্চ) বান্দরবান জেলা শহরের মধ্যম পাড়ার ক্যাফে তং রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো।
মাছরাঙা টিভির বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশের সঞ্চালনায় ও দৈনিক সময়ের আলোর বান্দরবান প্রতিনিধি কিকিউ মার্মার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক,দৈনিক প্রথম আলো পত্রিকার বুদ্ধ জ্যোতি চাকমা,দৈনিক জনতা পত্রিকার বান্দরবান প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা এম,এ,হাকিম চৌধুরী,এসএ টিভির উশৈথোয়াই মারমা,যমুনা টিভির বাতিং মারমা,চ্যানেল ২৪র ইয়াছিনুল হাকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,বর্তমানে সাংবাদিকরা খুবই সংকটময় অবস্থায় দিন কাটাচ্ছে।প্রথম সারির কিছু পত্রিকা ছাড়া বেশিরভাগ পত্রিকায় কোন সম্মানী না থাকায় জেলার সাংবাদিকদের কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে।তারপরও আমরা দৈনিক সময়ের আলো পত্রিকার সু-দীর্ঘায়ু কামনা করছি।গঠনমূলক ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো গণমানুষের মুখপত্র হয়ে উঠুক এই প্রত্যাশা ব্যাক্ত করছি।