

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্ব) এর আওতায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ মে) সকালে বান্দরবান প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাপনী পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইন্সস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম।এসময় তিনি বলেন,সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।সাংবাদিকদের লেখনি অনেক সমস্যার সমাধানে আলোর দিশারি তে রুপান্তরিত হয়। ইলেক্ট্রনিক মিডিয়ায় যারা কাজ করছেন এই কর্মশালা তাদেরকে আগামীতে আরো ভালো প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করছি।তিনি আরও বলেন,প্রচারই প্রসার সুতরাং সাংবাদিকরাই এতে মূল ভূমিকা পালন করে থাকে।এসময় তিনি সমাজের এবং রাষ্ট্রের জন্য উপকার হয় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে উপস্থিত সাংবাদিকদের কাজ করার জন্য আহবান জানান।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব মিজ আয়েশা আক্তার।এসময় মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোখলেছুর রহমান,জাতীয় গণমাধ্যম ইন্সস্টিটিউটের পরিচালক নজরুল ইসলাম,বাংলাদেশ বেতারের প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা।উল্লেখ্য,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন ব্যাপী Facts for Life with Field Practice বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২৩ জন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করছেন বলে নিশ্চিত করেছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক।