তথ্য প্রযুক্তি আইনে দোষী সাব্যস্ত করে এবার বাবুর বিরুদ্ধে চার্জশীট দাখিল হলো আদালতে


প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০১৮ ১১:৫৬ : অপরাহ্ণ 683 Views

মিডিয়া ডেস্কঃ-খুলনা খালিশপুর এলাকার তকদির হোসেন বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ধারায় দোষী সার্বস্ত্য করে একটি চার্জশীট আদালতে দাখিল হয়েছে।গত ২৭শে অক্টোবর ২০১৭ইং তারিখে চার্জশীট দাখিল করা হয়।মামলার আসামি তকদির হোসেন বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০১৩’র ৫৭/৬৬ ধারার মামলাটি বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনাল ঢাকায় প্রেরণ করা হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে,গত ৫,৭ জানুয়ারী ২০১৭ইং তারিখে ইশরাত ইভার দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি খুলনার কন্ঠ সহ দৈনিক ভোরের কলাম,ক্রাইমভিশন,দৈনিক অন্যদিগন্ত,আওয়াজবিডি ও কারেন্টনিউজে প্রকাশিত হয়। এর জের ধরেই তকদির হোসেন বাবু অন্য একজনের আইডি তার নাম শরিফুল ইসলাম বাবু (Shariful Islam Babu) ফেসবুক আইডি দিয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭/৬৬ চাঁদাবাজি সহ মামলা দায়ের করেন। তার পর থেকে সাংবাদিক দম্পত্তি খুলনার কন্ঠের সম্পাদক শেখ রানা ও প্রকাশক ইশরাত ইভাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো তকদির হোসেন বাবু ও তার দলবল কাইয়ুম শিকদার সহ আরো অনেকে।সুযোগ বুঝে সূকৌশলে তকদির হোসেন বাবু ও তার দলবল সাংবাদিক দম্পত্তি শেখ রানা ও ইশরাত ইভাকে মোটা অংকের টাকা দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়।রাগান্বিত হয়ে নিজ ফেসবুক (Takdir Hossain) আইডি থেকে সাংবাদিক ইশরাত ইভাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ ও এসিড দিয়ে হত্যার হুমকি দেয়।একই সাথে সাংবাদিক ও প্রশাসন তার পকেটে থাকে এমন বক্তব্য প্রদান করে।বিষয়টি জেনেই সাংবাদিক ইশরাত ইভা এ ঘটনায় গত এপ্রিলে একটি মামলা দায়ের করেন (যার নং-১৩)। এ মামলার তদন্ত শেষে কর্মকর্তা খুলনা সদর থানার এসআই মিলন কুমার মৈত্র আদালতে একটি চার্জশীট দাখিল করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!