পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচিতদের নাম ঘোষণা করেন ডিআরইউ-এর নির্বাচন কমিশনের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল। নির্বাচনে মোট ১৬৩৫ জন ভোটারের মধ্যে ১৩২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রার্থী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতমপ্রার্থী নূরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট।
অন্যান্য পদে বিজয়ী হলেন-সহ সভাপতি নজরুল কবীর, যুগ্ম সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এমএইচ আখতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-মাঈনুল আহসান, এসএম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, মো. ইমরান হাসান মজুমদার, এম. মুরাদ হোসেন, সায়ীদ আবদুল মালিক।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.