

সিএইচটি টাইমস নিউ ডেস্কঃ-বান্দরবান পৌরসভা মিলনায়তনে গতকাল বুধবার সকালে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।দিবসটি উদযাপনে আলোচনা সভা, কেক কাটা ও শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।কালের কণ্ঠের শুভসংঘ বান্দরবান জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলাম,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার।এ অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও শুভসংঘের বন্ধুরা কালের কণ্ঠের ৮ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপনে একটি কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করান।