জবাবদিহি কার্যালয়ে দু:সাহসিক চুরি!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২০ ১১:৪৯ : অপরাহ্ণ 491 Views

রাজধানীর মগবাজারে দৈনিক জবাবদিহি পত্রিকা কার্যালয়ে ব্যপক তান্ডব চালিয়ে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় সম্পাদকের আলমারির ড্রয়ার, সিন্দুক ও টেবিলের ড্রয়ারসহ রিপোর্টার এবং অন্যান্ন বিভাগের ড্রয়ার ব্যপক ভাংচুর চালিয়েছে।

আজ মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে ৮২ আউটার সারকুলার রোড বড় মগবাজার তৃতীয় তলায় এঘটনা ঘটে। এসময় অফিসে থাকা টাকা, বিদেশি মুদ্রা ও মুল্যবান জিনিসপত্র খোয়া গেছে। খবর পেয়ে রমনা থানা পুলিশ, ডিবি ও সিআইডির ক্রাইসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আজ রাত সাড়ে ৮ টায় রমনা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৬।

দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান জানান, সিসি ক্যামারার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে ভোর রাত ৪টা ২২ মিনিটে এক দুর্বৃত্ত ভবনের তৃতীয় তলার জানালার গ্রিল ভেঙে প্রথমে রিপোর্টিং রুমে প্রবেশ করে। প্রায় ঘন্টা ব্যপী যুগ্ম-সম্পাদকের ড্রয়ারসহ রিপোর্টিং বিভাগের সকল রিপোর্টারের ড্রয়ার ভেঙে ও তালা খুলে তছনছ করে। এরপর সম্পাদকের রুমে প্রবেশ করে আলমারির তালা ভেঙে ড্রয়ার খুলে নগদ টাকা, বিদেশি মুদ্রা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

অফিসে গভীর রাতে কাজ করেন অন-লাইন রিপোর্টার আলীফ হাসান। তিনি জানান, রাত আড়াইটা পর্যন্ত কাজ করে তিনি পাশের ইউনিটে ঘুমতে যান। সকাল ১০টায় তার সহকর্মী রবিউল ইসলাম এসে অফিসে ঢুকে ঘটনা দেখতে পেয়ে তাকে জানান। পরে চুরির ঘটনা জানজানি হয়।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। তিনি নিজেও সেখানে যান। সেখানে সম্পাদক, রিপোর্টার, মেকআপরুমসহ বিভিন্ন রুমে তান্ডব চালিয়েছে। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ওই দুর্বৃত্তের মুখমন্ডল দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ডিবিসহ সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। থানায় মামলা হয়েছে। রমনা থানার এসআই খায়রুজ্জামান জানান চোর ধরতে ইতিমধ্যে তাদের অভিযান শুরু হয়েছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!