বিয়ে করলেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা।শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি।এখানে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে সৃজিত ও মিথিলাকে।লাল জামদানি শাড়িতে বউ সেজেছেন মিথিলা।আর সৃজিত পরেছেন কালো পায়জামা ও পাঞ্জাবি,তার ওপরে লাল জহরকোট।
ছবিটি প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।তাদের ভক্তরা ছবিটি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে।ঘরোয়াভাবে সৃজিত-মিথিলা বিয়ে সম্পন্ন হয়।দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়া আর তেমন কেউ উপস্থিত ছিল না সেখানে।
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেকদিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে।সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।এবার তাদের সেই প্রেম বিয়েতে পূর্ণতা পেল।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.