

বিনোদন ডেস্কঃ-গত বছরের নভেম্বরে মার্কিন পপ তারকা টেইলর সুইফট তার অ্যালবাম রেপুটেশন প্রকাশ করেছেন।এরপরই টেইলর এই অ্যালবামের গানগুলো নিয়ে বছরজুড়ে ‘রেপুটেশন ট্যুর’ করার ঘোষণা দেন।পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে গানগুলো গেয়ে শোনাবেন তিনি।অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। আর টিকিট বিক্রি শুরু হতে না হতেই টেইলর হয়ে যান ‘হিট’।কারণ,এ পর্যন্ত তার কনসার্টের টিকিট বিক্রি বাবদ আয় হয়ে গেছে ১৮ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫০০ কোটি!বিলবোর্ডের তথ্য অনুযায়ী,মাত্র সাত দিনে এই আয় হয়েছে।সুইফটের দল এবার নিরাপত্তার কথা মাথায় রেখে খুব গোপনে টিকিট বিক্রির পরিকল্পনা করেছিল।কনসার্টের দিন-তারিখ প্রকাশ করেনি।রাখঢাক রেখেই করা হয়েছে এ কাজ।কিন্তু সুইফট-ভক্তরা কি আর এসব রাখঢাক মানেন?অন্যবারের চেয়ে টিকিটের দামও ছিল বেশি।এরপরও শ্রোতারা হুমড়ি খেয়ে কনসার্টের টিকিট কিনছেন।কনসার্টের আয়োজক বিলবোর্ডকে জানিয়েছে,সুইফট মঞ্চে ওঠার আগেই সব টিকিট বিক্রি হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল।কিন্তু এখন মনে হচ্ছে,সব টিকিট আরও অনেক আগেই ফুরিয়ে যাবে।এদিকে আয়োজকদের ধারণা ‘রেপুটেশন ট্যুর’ হতে যাচ্ছে টেলর সুইফটের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ট্যুর।