

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নানা আয়োজনে বান্দরবানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজন করা হয় এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।এসময় কবির জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা,বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখনো চির অম্লান বাঙ্গালী জাতির জীবনে। তার লিখা বিভিন্ন কবিতা,গান,প্রবন্ধ আজো স্মরণীয় হয়ে আছে সকলের কাছে।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্টান সুরের গুরু,দাও গো সুরের দীক্ষা।এসময় শিল্পীদের মনোরম পরিবেশনা মুগ্ধ করে দর্শক শ্রোতাদের।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে:কর্ণেল দিলীপ কুমার রায়।এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো,ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিংসহ রবীন্দ্রভক্তরা।