

বিশ্বকাপে বাংলাদেশ খেলে সে কারণে এর প্রতি আলাদা আগ্রহ আমার সব সময় থাকে। আর প্রতিটি বিশ্বকাপেই কিন্তু আমরা আমাদের ছাড়িয়ে যাচ্ছি। এবারতো বাংলাদেশ দুর্দান্ত খেলছে। আমাদের খেলোয়াড়রাও খুব ভালো পারফর্ম করছে। বিশেষ করে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, সৌম্য, লিটনরা নিজেদের এরইমধ্যে প্রমাণ করেছে। সাকিবতো সর্বাধিক রান করেছে এ বিশ্বকাপে। সামনের ম্যাচগুলোতে তার এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকলে আমাদের টিমের জন্য বড় প্লাস পয়েন্ট হবে। আর ক্যাপ্টেন মাশরাফিতো রয়েছে।তিনি বিশ্বের সেরা ক্যাপ্টেন। তার অনবদ্য নেতৃত্বেই আমরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছি। আমি মনে করি বাংলাদেশ নিজেদের সর্বোচ্চটা দিতে পারবে সামনের খেলাগুলোতে। সামনে পাকিস্তান ও ভারতের সঙ্গে আমাদের খেলা। দুটি ম্যাচেই আমরা জিততে পারবো বলেই বিশ্বাস আমার। বাংলাদেশ সেমিফাইনালে খেলবে এটাই এখন স্বপ্ন। আর আজকের ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানের খেলা। আমি আজ অবশ্যই আফগানদের পক্ষে আছি। তারা খেলছেও ভালো। আজকের খেলাটি বেশ হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে। তবে অন্য দলগুলোর খেলার প্রতি আমার আগ্রহ তেমন নেই। বাংলাদেশ নিয়েই আমার চিন্তা-ভাবনা, আবেগ, আশা ও স্বপ্ন।