

বিনোদন নিউজ ডেস্কঃ-আবার রঙিণ দুনিয়ায় ফিরে আসার লড়াইয়ে শাবনূর,পূর্নিমাকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে সাদিকা পারভিন পপি।নির্বাচন করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়ছে সেই সাথে দুটি সিনেমায় নামও লিখিয়েছেন।এই সবই হয়েছে যখন শরীর থেকে অতিরিক্ত মেদ ঝাড়িয়ে আবার তরুনী বেশে ফিরলেন।কিন্তু তার নতুন এই শারীরিক পরিবর্তনই তার কাল হয়ে দাড়ালো।সম্প্রতি গিয়েছিলেন জামালপুরে। সেই অনুষ্ঠানের জৌলুস বাড়াতে আমন্ত্রণ জানানো হয়েছিল পপিকে।নির্দিষ্ট সময়ে ঘোষণা এলো…এবার মঞ্চে আসছেন চিত্রনায়িকা পপি।সঙ্গে সঙ্গেই ধামাকা মিউজিক।তাল-লয়-ছন্দে মঞ্চে পা রাখলেন পপি।ঝলক তোলার আগেই আচমকা হই-হট্টগোলে কেঁপে উঠল পুরো মঞ্চ।
একসঙ্গে হাজার মানুষের চিৎকার চেঁচামেচি-‘ভুয়া…ভুয়া…।কে এই মেয়ে?এটি তো আসল পপি নয়।পাবলিকের তুমুল উত্তেজনা আর ধাওয়া দেখে ভয়ে পপির জ্ঞান হারানোর অবস্থা।কাঁপতে কাঁপতে কোনো রকমে মঞ্চ থেকে বিদায় নিয়ে নিজেক আড়াল করলেন পপি।অন্যদিকে ক্ষিপ্ত মানুষজন খুঁজে বের করল উক্ত অনুষ্ঠানের অন্যতম এক আয়োজককে।তাকে বলা হলো,নাম ভাঙিয়ে কেন মঞ্চে তোলা হলো নকল পপিকে।পরে তারা বুঝতে পারে,পপির সাম্প্রতিক মাত্রাতিরিক্ত ডায়েট ফিগার!পপি এতটাই শুকিয়েছেন যে,খোদ সিনেমার বাসিন্দারাই চোখ কচলে বুঝতে চেষ্টা করেন-এ সত্যি সত্যি পপি কি না!