

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অভিনেত্রী আনোয়ারা বলেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক মেধাবী অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।যারা হয়তো অভিনয়ের সুযোগ পাচ্ছেন না।অভিনয় করতে চান,চলচ্চিত্রে কাজ করতে চান কিন্তু চক্ষুলজ্জার জন্য কাউকে বলতে পারছেন না।আপনাদের কাছে হয়তো কিছুই চাওয়ার নেই তাদের।আমি আপনাদের নিকট একটাই কথা বলবো আপনারা নির্বাচিত হলে অন্তত একটি ফোন কল দিয়ে তাদের খোঁজ নেন।আজ বুধবার বিকেলে বাংলাদেশ ফিল্ম ডেভলোপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল পরিচিতি সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন বহু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অনন্য অবদান রাখা অভিনেত্রী আনোয়ারা।আনোয়ারা বলেন, ‘আমি জানি তিন প্যানেল মিলেই কিন্তু নির্বাচিত হয়ে একটি প্যানেল হবে।যেই আসুক,যারাই আসুক তারা যেন শিল্পীর জন্য কাজ করে। তিন প্যানেলের জন্যই আমার দোয়া থাকলো।উল্লেখ্য,আগামী ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে যাচ্ছে।এই নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল,ওমর সানী-অমিত হাসান প্যানেল ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।