অবশেষে মিথিলা এখন মিসেস রশিদ মুখার্জি


বিনোদন রিপোর্ট প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০১৯ ৯:৫০ : অপরাহ্ণ 1073 Views

দুই দেশের সীমানা বিলীন হয়েছে তাদের প্রেমের কাছে। এক হয়েছেন ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি আর বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
গতকাল ৬ ডিসেম্বর বিয়ের মাধ্যমে প্রেমের চূড়ান্ত পরিণতি দেন সনাতন ধর্মাবলম্বী সৃজিত ও মুসলিম সম্প্রদায়ের মিথিলা।

এমন খবরে অনেকের মনে আগ্রহ জন্ম নেয়, বিয়ের পর কি মিথিলার নামে পরিবর্তন আসবে? সেই আগ্রহটার প্রচ্ছন্ন উত্তর দিলেন মিথিলা নিজেই।বিয়ের দিন রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মিথিলা পোস্ট করেছেন তাদের হাস্যোজ্জ্বল ছবি।আর ক্যাপশন যা লিখেছেন,সেটাই ছিল উত্তর।

মিথিলা নিজেকে পরিচয় করিয়ে দেন ‌‘মিসেস রশিদ মুখার্জি’ নামে। ক্যাপশনে লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস রশিদ মুখার্জি।’ এদিকে জানা যায়, বিয়ের পরই নবদম্পতি উড়াল দিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায়। মিথিলা জানান, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রেজিস্ট্রেশন করবেন তিনি। পাশাপাশি একটু বেড়ানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে সেখানে তারা থাকবেন এক সপ্তাহ। ‌
এদিকে গতকাল দক্ষিণ কলকাতার লেক গার্ডেনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের রেজিস্ট্রি হয়।

বিয়ের পর ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৃজিত মুখার্জি বলেন, ‘বাংলাদেশের সাথে নাড়ির সম্পর্ক তো আগেই ছিল। কারণ আমার আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুর ও ময়মনসিংহে−মায়ের দিক ও বাবার দিক দিয়ে। এখন বিয়ের মাধ্যমে নারীর সম্পর্কও হয়ে গেলো। ‘ড়’ টা (নাড়ি) এখন ‘র’ (নারী) হয়ে গেলো।ভালো লাগছে খুব।’
তিনি আরও বলেন, ‘আমি এটা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। সত্যি বলতে সেখানে এত বন্ধু আছেন, আমি যখনই ওখানে যাই এতটাই আপন করে নেন মানুষ, ওটা যে (বাংলাদেশ) আলাদা দেশ−এটা কখনই আমার মধ্যে প্রভাব ফেলেনি। এবং ভাষাও এক। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই বাঙাল ভাষায় লোকে কথা বলে, যদিও আমি মোহনবাগানের সাপোর্টার। সবকিছু মিলে ওই পরিবেশেই বড় হয়েছি।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!