বান্দরবান অফিসঃ-বর্তমান সরকারের সফল্যগাঁথা ও উন্নয়ন,অগগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সাংবাদিক ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা প্যাকেজ কার্যক্রম জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচারের লক্ষ্যে বান্দরবান জেলা তথ্য অফিস কর্তৃক বান্দরবানের সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও এনজিও কর্মীদের অংশ গ্রহনে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেল কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার,সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এর গুরুত্ব পুর্ণ তথ্য প্রদান করেন,চট্টগ্রাম তথ্য অফিসের বিভাগীয় পিআডি উপ-পরিচালক এক.এক এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম তথ্য অফিসের বিভাগীয় পিআডি সিনিয়র তথ্য অফিসার মোঃআজিজুল হক লিটন,বান্দরবান জেলা তথ্য অফিসার মোঃশরিফুল ইসলাম,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার তথ্য ও প্রযুক্তি,অর্থনীতি,শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,খাদ্য,বিনিয়োগ,মেঘাপ্রকল্প,সড়ক,মহাসড়ক ও সেতু,সামজিক নিরাপত্তা,নারী উন্নয়ন ও ক্ষমতায়ন,ক্রীড়া,পররাষ্ট্র নীতি সব ক্ষেতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।সরকার অন্যান্য উন্নয়নের পাশা-পাশি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দোগে ১০টি উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে তা যথা- একটি বাড়ী-একটি খামার প্রকল্প,আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,সবার জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম প্রদান,নারী ক্ষমতায়ন কার্যক্রম সমূহ,সবার জন্য বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক,বিনিয়োগ,পরিবেশ সচেতনা। সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে, গরীবদের একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় এনে স্বাবলম্বী করা,আশ্রয়হীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় নিয়ে আশা,অসহায় নারীদের উন্নয়নে সরকার ইউনিয়ন,পৌরসভা,উপজেলা ও জেলা পরিষদে সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভুমিকা জোরদার ও পর্যাপ্ত পরিমাণে বরাদ্ধের ব্যবস্থা করেছে।
নারীদের দক্ষতা বৃদ্ধি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সমাজের অন্যান্য নাগরিক সংগঠনের সাথে নেটওর্য়াকিং ও যোগাযোগের মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ দুরকরা,পরিবেশ দুষণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতা বৃদ্ধির জন্য মসজিদ,মন্দির,ক্যায়াং,গির্জায়, বিদ্যালয়ে বেশী বেশী করে প্রচার করা।এছাড়াও শিশুর নির্ভূল জম্ম নিবন্ধন নিশ্চিত করণ ও নারীদের উন্নয়নে সরকার ইউনিয়ন,পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদে সামগ্রিক কার্যক্রমে নারী সদস্যদের ভুমিকা জোরদার ও পর্যাপ্ত পরিমাণে বরাদ্ধের ব্যবস্থা করেছে।সমাজের অন্যান্য নাগরিক সংগঠনের সাথে নেটওর্য়াকিং ও যোগাযোগের মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ দুরকরা,পরিবেশ দুষণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতা বৃদ্ধির জন্য মসজিদ,মন্দির, ক্যায়াং,গির্জায়,বিদ্যালয়ে বেশী বেশী করে প্রচার করা। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখনীর মাধ্যমে বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন:২০২১ ও ২০১৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ জনগণের নিকট তুলে ধরা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,এলজিইডি উপ-সহাকারী প্রকৌশলী মোঃনজরুল ইসলাম,বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী চিং হ্লা মং মারমা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোঃ খোরশেদ,বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিগণ,বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, বান্দরবান প্রেসক্লবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রবীণ সাংবাদিক এম,এ হাকিম চৌধুরী,বিটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম মনু,প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,একুশে টিভির বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু,দৈনিক স্বাধীন ভাষা ও সাপ্তাহিক অবদান বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী,মোহনা টিভির বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন,বান্দরবানের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকগণ, জেলা তথ্য অফিসের অফিস সহকারী অরুন প্রীতি তংচঙ্গ্যা,মোঃহাবিবুর রহমান,মোঃজামাল উদ্দীন প্রমুখ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.