

নানা আয়োজনে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।দিবসের প্রথম প্রহরে জেলা স্টেডিয়ামে স্থাপিত বেদিতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়।শনিবার (৫ই আগস্ট) সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহিন এর পুষ্পস্তবক অর্পণের পর জেলা ক্রীড়া সংস্থা,মহিলা ক্রীড়া সংস্থার নেতৃতৃবৃন্দরা পুষ্পস্তবক করে শহীদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার সৈকত শাহীন, সিভিল সার্জন ডা.মো.মাহবুবুর রহমান বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অরুপ রতন সিংহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।আলোচকরা শহীদ শেখ কামাল এর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারন করেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় শহিদ শেখ কামাল এর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।