শিরোনাম: ধর্ষণের দায়ে বান্দরবানে দু’জনের যাবজ্জীবন দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় কেএনএফ আতঙ্কে এলাকা ছাড়া ১৫ পরিবার ফিরলো বাড়িতে জেলা প্রশাসক শামীম আরা রিনি’র এক ঘোষনায় ২০ লাখ টাকার অনুদান পেলো আলীকদম কলেজ নাইক্ষ্যংছড়িতে গ্রেফতার হলো স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চুচু মং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে ডেভিল হান্ট অভিযানঃ কারাগারে দুই আওয়ামীলীগ নেতা বান্দরবানের প্রথম পেশাদার ম্যারাথন কমিউনিটি “বান্দরবান হিল রানার্স” এর টিম জার্সি উন্মোচন করলেন নবাগত ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি বান্দরবানে মন্দির উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০২২ঃ টুর্নামেন্টের একমাত্র স্বাগতিক দল হিসেবে পরিচিত কিংস অফ বনরুপার বিদায়


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৪ জুন, ২০২২ ৭:৪৯ : অপরাহ্ণ 638 Views

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর নকআউট পর্বের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুন) অনুষ্ঠিত এই সেমিফাইনালে শেখ জামাল চকরিয়া একাদশ উত্তেজনাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টের একমাত্র স্বাগতিক দল হিসেবে পরিচিত কিংস অফ বনরুপা একাদশকে ২-১ গোলে পরাজিত করেছে।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর সহধর্মিনী ও সাবেক কারাতে খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক মে হ্লা প্রু সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,জেলা ক্রীড়া সংস্থা”র সহসভাপতি দিপ্তী কুমার বডুয়া, ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লক্ষীপদ দাস।এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান,মাসুদুর রহমান রুবেল,এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী,রাজীব কুমার বিশ্বাস,জেলা স্কাউট কমিশনার সীমা দাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাবেক ঢাকা প্রিমিয়ারলীগ ফুটবলের কৃতী ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু।কিংস অব বনরূপার ৩ নং জার্সিধারী বিদেশি খেলোয়াড় মুজির অসামান্য ক্রীড়া নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন শেখ জামাল চকরিয়া একাদশের ৯নং জার্সিধারি ও টিম অধিনায়ক মো.আরিফ।

উত্তেজনাপূর্ণ এই খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।তবে স্বাগতিক দলের সমর্থকরা স্বাগতিক দলের পরাজয় মেনে নিতে পারছেন না।যদিও বান্দরবান জেলার সাবেক অভিজ্ঞ ফুটবলাররা বলছেন,খেলায় জয়-পরাজয় থাকবেই।তবে বান্দরবান জেলা থেকে আরও দুয়েকটি ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশ নিলে আজকের এই বেদনা নিয়ে দর্শকদের মাঠ ছাড়তে হতো না।এদিকে আজকের এই খেলায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে।লাকী কুপনের জন্য দর্শকদের মাঝে তীব্র আকুলতা দেখা গেছে।খেলা শেষে ১০ জন কে লাকী কুপনের পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে করোনা মহামারীর দীর্ঘ বিরতি কাটিয়ে দর্শক নন্দিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের-২০২২ এর দ্বিতীয় সেমিফাইনাল ৭ জুন এবং ফাইনাল হবে ১০ জুন।ফাইনালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!