

বান্দরবানে ১১টি মামলার জব্দকৃত ২ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ধ্বংস করেছে পুলিশ।সোমবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এর উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।১১টি ইয়াবা মামলার জব্দকৃত ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামতসহ (২,৬০,০০০) দুই লক্ষ ষাট হাজার পিস ইয়াবা,যার আনুমানিক মূল্য আট কোটি টাকা।বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান,কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম,ইনচার্জ মালখানা এসআই মোঃগিয়াস উদ্দিন ভুঁইয়া,মালখানা মুনসী মোঃআরিফ।