

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গতকাল শুক্রবার (১৬ জুন) সকালে তিনি বান্দরবান জেলা সদরের কালাঘাটা ও লেমুঝিড়ি পাড়ায় পাহাড় ধসে নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় তিনি জেলা সদরের কালাঘাটা ও লেমুঝিড়ি পাড়ায় পাহাড় ধসে পড়ারস্থল পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবার ও স্থানীয়দের খোঁজখবর নেন।এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।এইসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পাহাড় ধসে নিহত ৬ জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের শান্তনা দেন।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন করে দেওয়ায় ঘোষনা দেন।উল্লেখ্য,বান্দরবানের তিনটি পৃথক স্থানে পাহাড় ধসের ঘটনায় ৬জন নিহত এবং ৫জন আহত হয়,পাহাড় ধসে নিহতের পরিবারকে ২০ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।