করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিকদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পৃষ্ঠপোষকতায় ও দাতা বৃন্দের আর্থিক সহযোগিতায় বান্দরবানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শহরের হিলভিউ কনভেনশন হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে শৈলশোভা শ্রমিক ইউনিয়নের ৩৫০ জন, লোকাল ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের ২০০ জন, মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের ১৫০ জন, সি এন জি শ্রমিক ইউনিয়নের ১০০ জন ও টমটম শ্রমিক ইউনিয়নের ১২৫ জন মোট ৯২৫ জন।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,পৌর মেয়র ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
পার্বত্য মন্ত্রী বলেন,এটি কোন ভিক্ষা নয়,এ দুর্যোগর মূহুর্তে আমরা সবাই মিলে একজন অন্যজনের পাশে দাড়ানো এবং সাহায্য করা। করোনা ভাইরাস (কোভিড-১৯) এটি বৈশ্বিক মহামারি।এখন পর্যন্ত সেরকম রোগী বান্দরবান জেলায় পাওয়া যায়নি।এ রোগের ঔষধ আমরা নিজেই, ডাক্তারও নিজেই।পরিষ্কার-পরিছন্ন থাকা ও হাত ঘন ঘন ধোয়া যাতে আমি সুরক্ষা থাকতে পারি,আমাদের কারণে আরেকজন যেন সুরক্ষা থাকে। আমরা নিজেকে রোগে আক্রান্ত হতে দিব না,আমাদের কারণে অন্য আরেকজনকে আক্রান্ত হতে দিব না।