

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে গনপরিবহণ বন্ধ রাখায় বিপাকে নিম্ন আয়ের চালকরা। এরই প্রেক্ষিতে বান্দরবান জেলা সিএনজি মাহিদ্র চালক শ্রমিক ইউনিয়নের নেতারা এসব নিম্ন আয়ের চালকদের মানবিক সহায়তার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার।
বুধবার ট্রাফিক মোড় এলাকায় তাদের অস্থায়ী কার্যালয়ের সামনে ও বান্দরবান বাসষ্টেশন এলকায় উপস্থিত হয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে পুলিশ সুপার জেরিন আক্তার নিত্য প্রয়োজনীয় সমগ্রী বিতরণরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে চালক শ্রমিক ইউনিয়নের নেতারা দুইশত জন কর্মহীন চালকদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সমগ্রী দিয়ে সহায়তার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান জেলা সিএনজি মাহিদ্র চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: মাহাবুবুল আলম,উপদেষ্টা আবুল হাশেম,উপদেষ্টা মো: আনিছ, বান্দরবান জেলা সিএনজি মাহিদ্র চালক শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটির আহবায়ক মোা: শহিদ, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল্লাহ, অর্থসম্পাদক মো: নুরুল আলম সহ সিএনজি-মহেন্দ্র চালক ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চালকেরা জানান, পুলিশ সুপারের হাত দিয়ে চালক ইউনিয়নের মাধ্যমে যে মানবিক সহায়তা কর্মহীন বেকার বসে থাকা এসব চালকদের পরিবার ৫-৬দিনের আহার এর ব্যবস্থা হয়েছে। এতে আমরা সবাই শ্রমিক ইউনিয়নের নিকট কৃতজ্ঞ। এই সময় সকলকে যার যার ঘরে থাকার অনুরোধসহ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা পালন করার জন্য চালক শ্রমিক সকল কে অনুরোধ জানান বান্দরবান জেলা সিএনজি মাহিদ্র চালক শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটি।