

ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সপ্তাহব্যাপী সচেতনতা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে বান্দরবান জেলা পুলিশ।গতকাল বৃহষ্পতিবার (২৫ জুলাই) বিকালে বান্দরবান পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিং করেন বান্দরবানের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃকামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, ওসি ডিএসবি মোঃ বাচা মিয়া,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার বলেন,পদ্মা সেতু না হওয়ার জন্য প্রথম থেকেই একটি কুচক্রীমহল উঠে পড়ে লেগেছিল।এখনো তারাই সারাদেশে পদ্মাসেতু তৈরি করতে মাথা লাগবে না হলে পদ্মা সেতু তৈরি করা যাবেনা এমন গুজব সৃষ্টি করে পদ্মা সেতুর কাজ বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।আর এ গুজবে ছেলেধরা সন্দেহে সারাদেশে গণপিটুনীতে অনেকেই আহত/নিহত হয়েছেন।পুলিশ সুপার আরো বলেন,এমন গুজবের কোন ভিত্তি নেই,কেউ যদি সন্দেহজনকভাবে কাউকে গণপিটুনি দেয়, তাহলে এটি ফৌজদারী অপরাধ।অহেতুক গুজবের কারণে সন্দেহজনকভাবে কাউকে গণপিটুনি না দিয়ে পুলিশের সহায়তা নিতে সকলের প্রতি অনুরোধ করেন পুলিশ সুপার মো:জাকির হোসেন মজুমদার ।