বান্দরবানের প্রার্থীদের কার কি শিক্ষাগত যোগ্যতা


প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০১৮ ৫:০০ : অপরাহ্ণ 932 Views

বান্দরবান অফিসঃ-একাদশ সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ প্রার্থী। গত ২৮ নভেম্বর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হলফনামা অনুযায়ী তাঁদের শিক্ষাগত যোগ্যতা:

১. বীর বাহাদুর উশৈসিং –এম.এ
২. সাচিংপ্রু- এইচ.এস.সি
৩. মা ম্যা চিং- স্নাতকোত্তর
৪. ডনাই প্রু নেলী- এস.এস.সি
৫. নাথানা লনচেও- বিএফএ (অনার্স)
৬. লক্ষীপদ দাস- বি.এ (পাস)
৭. উম্মে কুলসুম সুলতানা লিনা- নবম শ্রেণী উত্তীর্ণ
৮. শওকতুল ইসলাম- দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান)
৯. মোঃ বাবুল হোসেন (স্বশিক্ষিত)

সূত্র:-(জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়)

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!