

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-৩ থে ৫ বছরের ছিন্নমূল শিশুদের পড়াশোনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত গেৎশিমানী পাড়াকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (২৮ আগস্ট) বিকেল তিনটায় উক্ত পাড়া কেন্দ্রটির উদ্বোধন করা হয়।বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পাড়া কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সুবর্ণা চৌধুরী,আইসিডিপি প্রকল্পের উপপরিচালক আইলু মং মার্মা।এছাড়াও ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্যা নু মার্মা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-এ-জান্নাত রুমী।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উক্ত গেৎশিমানী পাড়া কেন্দ্র টি সর্বসাধারণের জন্য আজ উন্মুক্ত করে দেয়া হলো।আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি ছিন্নমূল শিশুদের প্রাথমিক শিক্ষায় ঝরে পরা রোধ করতে কেন্দ্র টি গুরুত্বপূর্ণ ভুমিকায় অবতীর্ণ হবে বলে অতিথিরা তাদের বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেছেন।