

২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে বান্দরবান আওয়ামী লীগ।শনিবার (২১ আগস্ট) সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নিহতদের স্মরণে কোরআন খানি,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরবর্তীতে স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।এছাড়াও দুস্থদের মধ্যে খাবার বিতরণ,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছে জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রহিম চৌধুরী,অমল কান্তি দাশ, লক্ষিপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,শামসুল আলমসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।