

১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ঐতিহাসিক মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল।এই শপথ শুধু একটি সরকার গঠনের শপথ ছিল না।এই শপথ ছিল অন্যায়ের বিরুদ্ধে,অবিচারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার একটি শপথ।রবিবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদানকালে এমনটাই বলেন,বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় তিনি আরও বলেন,১৭ এপ্রিল বাঙ্গালী জাতির জন্য একটি ঐতিহাসিক দিন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।এসময় জেলা প্রশাসক বান্দরবানবাসীকে ঐতিহাসিক মুজিবনগর দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানয়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.কুদ্দুস ফরাজী,নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল,রাজিব কুমার বিশ্বাসসহ বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে একই দিন পবিত্র ইদ উল ফিতর”২২ উদযাপন উপলক্ষে আরও একটি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।পৌর মেয়র মো.ইসলাম বেবী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।