হয়ে গেলো বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন


অনুলেখকঃ----------------------------লুৎফুর রহমান (উজ্জ্বল) প্রকাশের সময় :২০ মে, ২০২২ ৮:১৪ : অপরাহ্ণ 373 Views

বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বান্দরবান জেলা স্টেডিয়ামে হয়ে গেলো বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জমকালো উদ্বোধন।উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জমকালো এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য ক্রীড়ার গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম।ক্রীড়াকে এগিয়ে নিতে হলে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করতে হবে।এসময় তিনি আগামীতেও যাতে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা যায় সে বিষয়ে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন এবং সর্বোপরি জেলা ক্রীড়া সংস্থার এই আয়োজনের সফলতা কামনা করেন।স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।রাজকীয় এই উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি এএফডব্লিউসি পিএসসি,জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি,পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম,জেলা ক্রীডা সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.ইসলাম বেবী,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.কায়েসুর রহমান প্রমুখ।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লক্ষীপদ দাস এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে বান্দরবান জেলার স্বাগতিক দল বনরুপা কিংস ফুটবল একাদশসহ ৮ টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী ম্যাচে ফেনী জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ের হাসি নিয়ে মাঠ ত্যাগ করে কক্সবাজার জেলার শেখ জামাল ক্লাব।খেলায় শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড “আইকে” ২ গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন।উদ্বোধনী খেলার শুরুতেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বান্দরবানে প্রয়াত তারকা ফুটবলারদের ছবি সম্বলিত বিশেষ মুরালে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পার্বত্য মন্ত্রীসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।পরে উদ্বোধনী পর্বের সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বান্দরবানের স্থানীয় সাংস্কৃতিক শিল্পীরা গানের তালে প্রদর্শন করেন ডিসপ্লে।ফুটবল মানব মাসুদ রানার বাইক স্টান্ট ছিলো আকর্ষণীয় এবং এসময় বিপুল দর্শক এই বাইকের বিশেষ স্টান্ট কে করতালি দিয়ে স্বাগত জানান।খেলায় ক্রীড়া সংগঠক মাহফুজুর রশীদ বাচ্চু’র নেতৃত্বে একদল ধারাভাষ্যকার ধারা বর্ননা দিয়ে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করেন।উল্লেখ্য,বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কে কেন্দ্র করে বর্ণিলভাবে বান্দরবানের স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হয়।রং আর আকর্ষণীয় কারুকার্যে ফুটিয়ে তোলা হয় উৎসবের আমেজ।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নিজে বৃহস্পতিবার (১৯ মে) সকালে সাংবাদিকদের প্রেস ব্রিফিং শেষে পুরো স্টেডিয়াম এর চারপাশ এবং গ্যালারী-প্যাভিলিয়ন থেকে শুরু করে প্রতিটি বিষয় সরেজমিনে পরিদর্শন করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি কে দিয়েছেন বিশেষ দিকনির্দেশনা।পাশাপাশি এসময় তিনি মাঠে সাংবাদিকদের বসার জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে দিয়েছেন বিশেষ বার্তা।এছাড়াও ডেকোরেশন এর কাজগুলোতেও আনা হয়েছে বৈচিত্র।আকর্ষণীয় দৃষ্টিনন্দন বিলবোর্ড ও প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে।স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলছেন,করোনা মহামারীর পর এই টুর্নামেন্ট বান্দরবানের ক্রীড়াঙ্গনে প্রান সঞ্চার করলো।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ (এটুআই) এর লোকাল ইনোভেশন”২০১৫ পুরষ্কৃত বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম সময়ের আলোচিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সকল সংবাদ স্ব উদ্যোগে গুরুত্ব সহকারে ধারাবাহিকভাবে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন দৈনিকটির ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।বুধবার (১১ মে) অনুষ্ঠিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভা থেকে এই প্রতিবেদন লেখাকালীন সময় পর্যন্ত সিএইচটি টাইমস ডটকম নিজ উদ্যোগে বেশ কয়েকটি সচিত্র প্রতিবেদন ও টুর্নামেন্ট উপলক্ষে আকর্ষণীয় ভিডিও চিত্র তৈরি করে ক্রীড়ামোদী দর্শকদের টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে বিশেষ প্রচারণা চালিয়ে আসছে।২৮ মে টুর্নামেন্টের সমাপনী পর্ব পর্যন্ত এই প্রচারণা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!