

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হিলটপ রেস্ট হাউজে ভিভিআইপি রুম এর উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।শনিবার সন্ধ্যায় বান্দরবানের হিলটপ রেস্ট হাউজে ৫৭ লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে নবনির্মিত এই ভিভিআইপি রুমের উদ্বোধন করা হয়।এসময় ৫০ লক্ষ টাকা ব্যায়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে একটি কটেজের ভিত্তি প্রস্তরের ও শুভ সুচনা করা হয়।এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব তরুণ কান্তি ঘোষ,যুগ্ন সচিব মো:নুরুল আলম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,সহকারি প্রকৌশলী মো: নুর হোসেন,সহকারি প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:রফিকউল্লাহ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।