জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ উপলক্ষে আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে সড়ক সজ্জিতকরণ কর্মসূচি এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) বান্দরবান জেলা সদর এর বাকিছড়া এলাকায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী।এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ,বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্ল্যান্টেশন) মো.মাহমুদুল হাসান।
এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।আয়োজক সুত্রে জানা যায়,বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ১০ কিলোমিটার জুড়ে বিভিন্ন ফুলের চারা রোপণ করা হবে।পাশাপাশি ৭টি উপজেলার সড়কগুলোতেও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করা হবে।প্রাথমিকভাবে প্রায় ছয় হাজার চারা রোপণ করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান আরন্যক ফাউন্ডেশন।কর্মসূচিটি বাস্তবায়ন করছে বান্দরবান জেলা প্রশাসন ও পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ।