“সড়ক দুর্ঘটনা রোধ” শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২০ ১:০৪ : পূর্বাহ্ণ 847 Views

বান্দরবানে সড়ক দুর্ঘটনা কমাতে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এক ব্যাতিক্রমী সভার আয়োজন করেছেন।সোমবার বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে সুশীল সমাজ,সাংবাদিকবৃন্দ ও পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে সদর ইউ.এন.ও এর নিজ উদ্যোগে সচেতনতামূলক এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম।সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) নোমান হোসেন প্রিন্স এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,শৈলশোভা সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক,সার্জেন্ট আলী আশরাফ মোল্লা,পরিবহন মালিক-শ্রমিক নেতা সুব্রত কান্তি ঝন্টু,জীপ কার চালক শ্রমিক নেতা মোঃ আলমগীর হোসেন প্রমুখ।ব্যাতিক্রমী এই সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমীন (সদ্য পদোন্নতি প্রাপ্ত)।আয়োজক বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন,২০১৯ এর জুন থেকে সড়ক নিরাপদ, এবং দুর্ঘটনারোধে করনীয় দিকগুলো নিয়ে সুদুর প্রসারি চিন্তাভাবনা থেকে সমাজের নানা শ্রেনী-পেশার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে যাচ্ছি।পরিবহন মালিক-শ্রমিক-সুশীল সমাজের প্রতিনিধি সকলের সমন্বয়ে করনীয় ঠিক করতে জনসচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়েছে।এই উদ্যোগের অংশ হিসেবে ১৫ টি স্লোগান নিয়ে বিভিন্ন ব্যানার এবং স্টীকার পরিবহনগুলোতে লাগানো হচ্ছে।মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম বলেন,সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক-শ্রমিক,প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগনকে একসঙ্গে কাজ করতে হবে।সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে ঐক্যমতের কোনও বিকল্প নাই।সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।এসময় বিআরটিএ’কে চালকদের লাইসেন্স-গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি তে দীর্ঘ সুত্রতা এবং হয়রানি বন্ধ করতে কঠোর নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইন ভঙ্গ না করতে চালক শ্রমিকদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং বর্ণাঢ্য প্রীতিভোজের মধ্য দিয়ে আলোচিত এই জনসচেতনতামূলক সভার সমাপ্তি টানে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।এদিকে সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসন তথা ইউ.এন.ও নোমান হোসেন প্রিন্স এর এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ।তাদের ভাষ্য,এ ধরনের উদ্যোগ নিশ্চয়ই সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভুমিকা রাখবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!