

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সড়ক দুর্ঘটনায় আহত জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগকে দেখতে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মন্ত্রী বীর বাহাদুর আহত জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগের বাসায় গিয়ে সোহাগের শারীরিক অবস্থার খোজ খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহিম চৌধুরী,একেএম জাহাঙ্গীর,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো:ইসমাইল,আশীষ বড়ুয়া এবং রেজাউল করিমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।এ সময় মন্ত্রী, কাউসার সোহাগ ও তার পরিবারের শারীরিক অবস্থার খবরা-খবর নেন।গত ১২ আগস্ট বান্দরবানের রেইচা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ সহ তার মা এবং ভাবী। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনায় কাউসার সোহাগের বাম হাত,তার মায়ের বুকের হাড় ক্ষতিগ্রস্থ হয়।