

অত্যন্ত আনন্দঘন একটি পরিবেশে বান্দরবান বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর সৌজন্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় এর গভর্নেন্স এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের জার্সি উন্মোচন ও আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই দুই অনলাইন দৈনিকের ফাউন্ডার লুৎফুর রহমান উজ্জ্বল বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সদস্য সচিব ডক্টর মোহাম্মদ নুরুল আবসার এর হাতে ট্রফি তুলে দেন।এসময় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ সোলাইমান,ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর রেজিস্টার সালাইউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।একই অনুষ্ঠানে বান্দরবান বিশ্ববিদ্যালয় এর গভর্নেন্স এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগ এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,বান্দরবান বিশ্ববিদ্যালয় আয়োজিত মহান স্বাধীনতা দিবস-২০২৪ ক্রিকেট টুর্নামেন্ট এর অংশ হিসেবে এই ট্রফি হস্তান্তর করা হলো।
পুর্বের ন্যায় আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়াও গভর্নেন্স এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগকে স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন শীর্ষক এক সেট জার্সি উপহার হিসেবে তুলে দিলাম।