স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ অক্টোবর, ২০২৩ ৩:৩৫ : অপরাহ্ণ 241 Views

আঞ্চলিক তথ্য অফিস,চট্রগ্রাম এর উদ্যোগে এবং বান্দরবান জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় বান্দরবানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্রগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মো.আব্দুল জলিল।

বান্দরবান জেলা তথ্য অফিসার মো.মিজানুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,সহকারী পুলিশ সুপার মো.আমজাদ হোসেন,আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্রগ্রাম কার্যালয়ের সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা এসময় উপস্থিত ছিলেন।

সুশীল সমাজের প্রতিনিধি,প্রেসক্লাব নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক এবং অংশীজনরা মতবিনিময় সভায় উপস্থিত হয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় বক্তারা সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গৃহীত বিভিন্ন পরিকল্পনা গ্রহন,বাস্তবায়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।একই সাথে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নানা পরিকল্পনা ও উদ্যেগের কথাও বিশদভাবে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন,ডিজিটাল বাংলাদেশের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় পৌছে গেছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।তাঁর সেই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত,সমৃদ্ধ,স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!