বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান জেলার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা প্রদক্ষিন র্যালী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ ডিসেম্বর) সকালে এই পতাকা পদক্ষিন অনুষ্ঠিত হয়।বান্দরবান শিশু পার্ক চত্বর থেকে শুরু হয়ে এ র্যালীটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে আনসার ও ভিডিপি'র ৫০ জন নারী-পুরুষ সদস্যে সুসজ্জিত একটি দল ৫০ টি জাতীয় পতাকা হাতে নিয়ে হাতে নিয়ে র্যালীতে অংশগ্রহণ করে।বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো.শাহাদাত হোসেন (বি.ভি.এম) র্যালীর নেতৃত্ব দেন।বান্দরবান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম,রোয়াংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.তানজির আজাদ এবং সদর সার্কেল এ্যাডজুটেন্ট মো.হেলাল উদ্দিনসহ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।কমান্ড্যান্ট মো.শাহাদাত হোসেন (বি.ভি.এম) অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকমকে বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল একটি বাহিনী।জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজ ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মত বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে আমি বিশ্বাস করি।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.