

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।রবিবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন আহবান জানান জেলা প্রশাসক,বান্দরবান।জেলা প্রশাসক বলেন,এসডিজি ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নের পথে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের মেধা ও মননের সাথে কাজ করে যেতে হবে।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের কাঙ্খিত লক্ষ্যটাও অর্জিত হবে।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক।প্রশিক্ষণ কোর্সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা,ব্যক্তিগত কর্মকর্তা ও অফিস সহকারী এবং স্টেনো টাইপিস্টরা এসময় উপস্থিত ছিলেন।একইদিন সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে মেঘলাস্থ পর্যটন মোটেলের সেমিনার কক্ষে উক্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স-২০২২ এরও উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপসচিব মো.আরিফুজ্জামান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।