বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখা লুট করার সময় অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব।বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে ড্রোনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে তাঁকে উদ্ধার করে পরে গভীর রাতে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে,রাতে নেজাম উদ্দিনকে তার বড় বোন এবং স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়।তবে তারা আজ শুক্রবার সকালে র্যাব কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।এর আগে,নিজাম উদ্দিনকে উদ্ধারের বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,র্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে তাঁকে উদ্ধার করে।
গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফের অস্ত্রধারীরা।ব্যাংকের ভল্টে থাকা এক কোটি ৫৯ লাখ টাকা লুট করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা।